ত্বকের যত্নের সাথে সাথে চুলের যত্ন নেয়া ও জরুরী। প্রতিদিন অনেক ধূলাবালির শিকার হয় আমাদের চুল। কেউই ড্রাই, রাফ, উষ্কোখুষ্কো চুল পছন্দ করেনা। কিন্তু প্রতিদিনের পলিউশনে ছেলে মেয়ে সবারই চুল আনহেলদি হয়ে যায়। চুল পড়তে শুরু করে, চুল থেকে ময়শ্চার চলে যায়, চুল পাতলা হয়ে যায়।
অনেকের বংশগত কিছু সমস্যার জন্য চুল এর ধরন ভালো বা খারাপ হতে পারে।
এর মতে জেনেটিক কারনে, বয়সের কারনে চুল কমে যেতে পারে। তাই ৪০% ছেলে মেয়ে তাদের ২০-৩০ বছর বয়সের মধ্যে চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, চুল রাফ হয়ে যাওয়ার সমস্যায় ভোগে।
তাই চুলের যত্ন নেয়া খুবই প্রয়োজন। স্কিনকেয়ারে যেমন কিছু স্টেপ ফলো করা হয় তেমনি হেয়ার কেয়ারেও কিছু স্টেপ আছে।
তাই চুলের যত্নে বিভিন্ন স্টেপে কি কি প্রোডাক্ট ইউজ করা যায় তা নিয়ে রিসার্চ করে কোরিয়ান ব্র্যান্ড স্কিনফুড নিয়ে এসেছে আরগান অয়েল সমৃদ্ধ কিছু হেয়ার প্রোডাক্টস।
Argan Oil এর উপকারিতা
আরগান অয়েল অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর যা চুল ও মাথার ত্বকের জন্য অনেক ভালো কাজ করে। এছাড়াও এতে আছে এসেনশিয়াল ফ্যাটি এসিডস, ভিটামিন ই চুলকে হাইড্রেট রাখে, চুলকে সফট করে।
আরগান অয়েল মাথার ত্বকের ড্যানড্রাফ দূর করতে সাহায্য করে। মাথায় অনেক সময় ইচিনেস থাকে, ইনফ্ল্যামেশন হতে পারে। আরগান অয়েল মাথার ত্বককে এসবের হাত থেকে রক্ষা করে।
এসেনশিয়াল ফ্যাটি এসিডস থাকায় আরগান অয়েল চুলকে সফট ও শাইনি রাখতে হেল্প করে।
এতে থাকা ভিটামিন ই চুলের ইলাস্টিসিটি ধরে রাখতে সাহায্য করে এবং চুল ভাঙ্গা কমায়।
আরগান অয়েল এর মলিকিউল অন্যন্য তেল এর তুলনায় অনেক ছোটো তাই চুলে খুব সহজেই অ্যাবজর্বড হয়ে যায়। ফলে চুলে জট কম পড়ে।
আবার চুলে স্ট্রেইটনার, কার্লার ইউজ করার ফলে চুল ফ্রিজি হয়ে যায়, চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরগান অয়েল চুলকে প্রোটেক্ট করে, চুল পড়া রোধ করে।
Skinfood Argan Oil Silk Plus Hair Conditioner
Argan Oil, Keratin এবং Silk ইনফিউজ করে বানানো এই কন্ডিশনারটি শ্যাম্পুর পরবর্তী স্টেপে ইউজ করতে পারেন।