অ্যাভোকাডোর রিচ ক্রিমি টেক্সচার এর জন্য একে অনেকে বলে “Butter of the Forest”। অ্যাভোকাডো ফল হিসেবে যেমন অনেক চমৎকার তেমনি স্কিনকেয়ার রুটিনেও অ্যাভোকাডো হতে পারে ড্রাই স্কিনের জন্য ব্লেসিং। কারন যাদের স্কিন অনেক ড্রাই, রাফ ও ফ্লেকি, তাদের স্কিনে যেটা সবচেয়ে বেশী দরকার হয় সেটা হলো ময়শ্চার। তাই স্কিনের ময়শ্চার ধরে রাখতে অ্যাভোকাডো এক্সট্র্যাক্ট এর অবদান অনেক।
স্কিনকেয়ার রুটিনে অ্যাভোকাডোর গুরুত্ব
অ্যাভোকাডো এক্সট্র্যাক্ট এ প্রচুর হেলদি ফ্যাট থাকে যা স্কিনের জন্য খুব ভালো। এছাড়াও এতে আছে ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়াম। এছাড়াও এটি অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনগ্রেডিয়েন্ট হিসেবে বেশ ভালো কাজ করে।
অ্যাভোকাডো এক্সট্র্যাক্ট অ্যান্টিএজিং ইনগ্রেডিয়েন্ট হিসেবেও খুব কাজের কারন এটি কোলাজেন প্রোডাকশনে হেল্প করে। আবার স্কিন এ ক্ষত সারাতেও অ্যাভোকাডোর জুড়ি নেই। কোরিয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড Skinfood তাদের প্রোডাক্ট লাইন এ অ্যাড করেছে অ্যাভোকাডো এক্সট্র্যাক্ট সমৃদ্ধ স্কিনকেয়ার প্রোডাক্টস। দেখে নেয়া যাক কী কী থাকছে এতে
Skinfood Avocado & Sugar Lip Scrub
লিপ স্ক্রাব মূলত ইউজ করা হয় লিপ স্কিন থেকে ডেড সেলস সরিয়ে লিপ স্কিন টেক্সচার ইম্প্রুভ করে। এক্সফলিয়েটিং সুগার এবং অ্যাভোকাডোর নির্যাস সমৃদ্ধ এই লিপ স্ক্রাব টি লিপ স্কিন কে সফট ও ময়শ্চারাইজড রাখে। এতে কোনো মেকআপ প্রোডাক্ট ইউজ করলে সেটা লিপ স্কিনে ঠিকঠাক বসে।
ঠোঁটে ধীরে ধীরে অ্যাপ্লাই করে ৫-১০ মিনিট রেখে ক্লিন করে ফেলবেন।