স্কিনকেয়ারে Black Pomegranate কীভাবে বেনেফিশিয়াল হতে পারে
Black Pomegranate স্কিনে এন্টি এজিং উপাদান হিসেবে কাজ করে কারন এতে আছে Ellagic Acid এবং Estrogen যা স্কিনে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ক্যান্সার প্রোপার্টিজ অ্যাড করে, স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে।
২৪-২৫ এর পর স্কিনে কোলাজেন রিপ্রোডাকশন কমতে শুরু করে। ফলে স্কিনের ইলাস্টিসিটি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এজন্যে তখন দরকার হয় এমন কিছু যা স্কিনে পর্যাপ্ত হাইড্রেশন দেবে এবং সাথে স্কিনে ইলাস্টিসিটি প্রোমোট করে ও স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে।
এক্ষেত্রে Black Pomegranate Extract যুক্ত প্রোডাক্ট হতে পারে আপনার স্কিনের জন্য ব্লেসিং।
এটি আপনার স্কিনকে ইম্যাচিউর এজিং থেকে রক্ষা করে এবং রিংকেলস কম ভিজিবল রাখতে সাহায্য করে। ট্যানড স্কিন ব্রাইট করতে ও সাহায্য করে।
কোরিয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড Skinfood Black Pomegranate সমৃদ্ধ প্রোডাক্ট লাইন এনেছে যাতে আছে
Skinfood Black Pomegranate Energy Serum
স্কিনফুড এর Black Pomegranate সিরিজ এর মধ্যে একটি হলো Black Pomegranate Energy Serum যা 15% of Black Pomegranate Tension Active™ দ্বারা তৈরী যা স্কিনে অ্যান্টি অক্সিড্যান্ট হিসেবে কাজ করে ও স্কিনের কমপ্লেকশন ব্রাইট করে।
স্কিন গ্লোয়িং এ হেল্প করে। Triple Hyaluronic Acid স্কিনে হাইড্রেশন অ্যাড করে। স্কিনকে রাখে সফট ও ময়শ্চারাইজড।
টোনার এর পরের স্টেপে একইভাবে সেরাম অ্যাপ্লাই করবেন।