ব্ল্যাক সুগার ত্বকে কীভাবে কাজ করে
সুগার যেমন বিভিন্ন ডেজার্ট বানাতে ব্যবহার করা হয় তেমনি আমরা অনেকেই এটি ফিজিক্যাল এক্সফলিয়েটর হিসেবেও ব্যবহার করতে পছন্দ করি। আনরিফাইনড ব্ল্যাক সুগার ফিজিক্যাল এক্সফলিয়েটর হিসেবে সবচেয়ে বেশী কাজের। কারন এতে রিফাইনড হোয়াইট সুগার এর চাইতে বেশি ন্যাচারাল বেনিফিট পাওয়া যায় ও অনেক ইফেক্টিভ। তো ব্ল্যাক সুগার সম্পর্কে একটু জেনে নেয়া যাক।
সুগার যেহেতু একটি ন্যাচারাল এক্সফলিয়েটর তাই এর গ্রেইনি টেক্সচার স্কিনের ডেড সেলস দূর করে পোরস ক্লগড হতে দেয়না। মলিন স্কিনে ন্যাচারাল ব্রাইটনেস আনে। পাশাপাশি স্কিন ময়শ্চারাইজড রাখে ও প্রিম্যাচিউর এজিং থেকে রক্ষা করে।
সুগার স্ক্রাবিং সল্ট স্ক্রাবিং থেকে ভালো কারন সুগার শুধু ডেড সেলস দূর করেনা সাথে ময়শ্চারাইজড ও রাখে। সল্ট স্ক্রাবিং অনেক সময় ত্বককে রুক্ষ করে ফেলে।
আরেকটি ভালো বিষয় হলো ব্ল্যাক সুগার অনেকটা ন্যাচারাল গ্লাইকলিক এসিড হিসেবে কাজ করে।
স্কিনফুড তাই তাদের প্রোডাক্ট লিস্টে ব্ল্যাক সুগার সমৃদ্ধ স্কিনকেয়ার প্রোডাক্ট যোগ করেছে। দেখে নেয়া যাক তাদের ব্ল্যাক সুগার রিলেটেড প্রোডাক্টস।
Skinfood Black Sugar Perfect Bubble Foam
স্কিনকে জেন্টলি ক্লিন করে। স্কিন থেকে ডার্ট ও ইমপিউরিটিজ দূর করে। ড্রাই স্কিনকে স্মুথ করে।
তবে নরমাল, অয়েলি, সেনসিটিভ স্কিনের জন্য ও এটি বেশ ভালো কাজ করে।