আমরা অনেকেই হেয়ার কেয়ার ও স্কিনকেয়ারে ডিম এর কুসুম বা ডিমের সাদা অংশ ব্যবহার করি। হোম রেমেডি হিসেবে ডিম অনেক আগে থেকেই ব্যবহার করা হয়ে আসছে। ডিমকে বলা হয় প্রোটিন এর পাওয়ারহাউস। তাই একে কাজে লাগিয়ে কোরিয়ান স্কিনকেয়ারে অ্যাড হয়েছে Egg White Skin Care Line।
স্কিনকেয়ারে ডিমের সাদা অংশ
ডিমের সাদা অংশ তে প্রচুর পরিমানে প্রোটিন থাকে। এটি স্কিনে humectant হিসেবে কাজ করে ফলে স্কিনে ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে ও স্কিনকে হাইড্রেট রাখে।
এতে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় স্কিনকে UV Rays থেকে প্রোটেক্ট করে, সান ট্যান রিমুভ করে।
স্কিনে যে ব্যাকটেরিয়া গুলোর কারনে একনে হয় সেগুলো সরিয়ে ফেলে এবং এক্সেস সেবাম কন্ট্রোল করে ও পোরস মিনিমাইজ করে। পোরস থেকে ডার্ট সরিয়ে আনক্লগ করতে হেল্প করে।
এগ হোয়াইট স্কিনে collagen প্রোডাকশনে হেল্প করে ও স্কিন ইলাস্টিসিটি ইম্প্রুভ করে।
কোরিয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড Skinfood তাদের প্রোডাক্ট লাইনে Egg White Extract যুক্ত কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট অ্যাড করেছে যা আপনার স্কিনে উপরের সব উপকারিতা প্রোভাইড করতে সক্ষম।
Skinfood Egg White Pore Mask
ডিমের সাদা অংশ দিয়ে বানানো এই মাস্ক টি স্কিনের পোরস রিফাইন করতে হেল্প করে। অয়েলি স্কিনে বেশিরভাগ সময় পোরস এর সমস্যা হয়। পোরস ক্লগড থাকে ফলে একনে দেখা দেয়। এই মাস্কটি স্কিনে পোরস এর গভীরে গিয়ে আনক্লগ করে।
ফেইস ক্লিন করে সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন।