সেনসিটিভ স্কিনের সবচেয়ে বড় সমস্যা হলো বেশিরভাগ ইনগ্রেডিয়েন্ট গুলো স্কিনে স্যুট করেনা। আবার দেখা যায় কোনো প্রোডাক্টে যদি অল্প সুগন্ধিও থাকে সেটা সেনসিটিভ স্কিন অ্যালাউ করেনা। তখন স্কিনে ব্রেকআউট শুরু হয়। সেনসিটিভ এবং তার সাথে যদি একনে প্রোন হয় তাহলে স্কিনকেয়ার প্রোডাক্ট বেছে নেয়ার সময় থাকতে হবে এক্সট্রা কেয়ারফুল। কোরিয়ান প্রায় সব ব্র্যান্ডই এ ধরনের স্কিনের কথা মাথায় রেখে তাদের প্রোডাক্ট লাইন তৈরি করে। এর মধ্যে একটি ব্র্যান্ড হলো Skinfood।
Skinfood এর প্রায় সব প্রোডাক্ট নরমালি সব ধরনের স্কিনের জন্যই বানানো। তবে Skinfood এর বেশিরভাগ প্রোডাক্ট সেনসিটিভ স্কিনে স্যুট করার মতো। কারন তারা কোনো ধরনের ক্ষতিকর উপাদান তাদের স্কিনকেয়ার প্রোডাক্টে ব্যবহার করেনা।
আসুন জেনে নেয়া যাক Pantothenic Water ও Parsley এর কাজ কী কী
Pantothenic Water কী?
Pantothenic Acid ওয়াটার সলিউবল এক ধরনের vitamin B5 যা পানিতে সহজেই মিশে যায় এবং তৈরি হয় Pantothenic Water যা একনে প্রোন ও সেনসিটিভ স্কিনে বেশ ভালো কাজ করে। এটি যখন Parsley র সাথে ইনফিউজড হয় তখন তা স্কিনের জন্য অনেক ভালো ইনগ্রেডিয়েন্ট হিসেবে কাজ করে।
Parsley এর উপকারিতা
Parsley ভিটামিন সি তে সমৃদ্ধ ফলে এটি স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়ায়। তাই স্কিন এর ইলাস্টিসিটি বজায় থাকে।
এছাড়াও Parsley তে আছে ভিটামিন কে যা চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে, ডার্ক স্পটস ও পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে হেলদি রাখে।
SKINFOOD Pantothenic Water Parsley Silence Essence
এতে মেইন ইনগ্রেডিয়েন্টস হিসেবে Pantothenic Water ও Parsley ইউজ করা হয়। যা সেবাম কন্ট্রোল এ কাজ করে, স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করে ও ইরিটেটেড স্কিনকে সুথ করে।
Parsley root এবং Leaf extracts সেনসিটিভ স্কিনকে সুথ করে ও স্কিনের ন্যাচারাল কন্ডিশন এ ফিরিয়ে আনে।
স্কিনের অয়েল ও ওয়াটার ব্যালান্স ঠিক রাখে যার ফলে হুট করে ব্রেকআউট হয়না।
অয়েলি, একনে প্রোন ও সেনসিটিভ স্কিনের জন্য এটি বেশ ভালো একটি এসেন্স।
Brand: Skinfood
Made In Korea
Skin Type: All Type Skin
Size: 50ml
Benefits:
(1) A soothing essence infused with Pantothenic Water in Parsley, offers intensive care for acne skin to control sebum secretion while moisturize skin deeply to sooth irritated skin.
(2) Formulated with Parsley root and leaf extracts, helps restore and sooth sensitive skin.
(3) Helps control skin oil and moisture balance, restores and strengthen skin health to prevent any extra break out.
(4) Passed Skin Irritation Test, suitable for acne skin to use.
How to use:
– After cleansing and using toner, apply a moderate amount on skin and dab for better absorption.